গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৯৯৫ সালে পিএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের পদচারণায় স্কুল চত্বর মুখরিত হয়ে পড়ে। পরে স্কুল চত্বরে আয়োজিত স্মৃতিচারন মূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মনসুর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন; স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শ্রী সত্যনাথ মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন; স্কুলের সাবেক সহকারী শিক্ষক রাবেয়া খাতুন, আজমিরা খাতুন ও মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন; সাবেক ছাত্র ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান সেলিম, আঃ রহিম,তরিকুল ইসলাম, সাবেক ছাত্রী রাজশ্রী মন্ডল ও রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম প্রমূখ।