রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের ৫০ কোটি ৯২ লাখ ১০ হাজার ৬৬৯ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

রবিবার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে এ বাজেট পেশ করেন রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন- রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খান, পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৭ কোটি ৩৭ লক্ষ ৫৪ হাজার ২৪ টাকা ও উন্নয়ন খাতে প্রারাম্ভিক স্থিতি সহ মোট আয় ধরা হয়েছে ৪৪ কোটি ৩২লক্ষ ৬ হাজার ৬৪৫ টাকা এবং রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৩৯ লক্ষ ৩৩ হাজার ২১৬ টাকা ও উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৭৫ লাখ টাকা। এছাড়া সমাপনী স্থিতি ধরা হয়েছে ১ কোটি ৭৭লক্ষ৭৭ হাজার ৪৫৩ টাকা।

পোস্টটি শেয়ার করুন