

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ রহনপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বাবুরঘন মহাল্লায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন শমসের আলী।এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রহনপুর পৌরসভার মেয়র ধানের শীষের প্রার্থী তারিক আহমদ।
তিনি বক্তব্যে বলেন, পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে যে উন্নয়ন হয়নি তার থেকে আমার আমলে পৌরসভায় ডাবল উন্নয়ন করা হয়েছে এবং পৌর ভবন নির্মাণ , রাস্তাঘাট,ড্রেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে।আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় মেয়র নির্বাচিত করার আহ্বান তিনি জানান।
পোস্টটি শেয়ার করুন