রহনপুর পৌর এলাকার মশা নিধন কার্যক্রম অব্যাহত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২

এমরান আলী বাবুঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা এলাকায় চলমান মশা নিধন কার্যক্রম অব্যহত রয়েছে । গত কয়েক মাস হতে পৌর এলাকায় অতিরিক্ত হারে মশা বৃদ্ধি পেয়েছে। তারই অংশ হিসেবে নাগরিকদের মশার কামড়ের হাত থেকে রক্ষায় এ কার্যক্রম চালানো হচ্ছে।

দিনভর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের,রাস্তা,ড্রেন,জঙ্গল সহ সরকারী,বেসরকারি প্রতিষ্ঠানে আশেপাশে ফগার মেশিন দিয়ে মশার লাভা নিধন করা হচ্ছে। মশা নিধন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন পৌর নাগরিকবাসী।

রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন বলেন, পৌর এলাকায় অতিরিক্ত মশা বৃদ্ধি পেয়েছে। নাগরিকরা অভিযোগ করে আসছিলেন। মশা বংশ বৃদ্ধি না হয় সেজন্য ফগার মেশিন দ্বারা মশা নিধন কর্যক্রম চালানো হচ্ছে। সপ্তাহব্যাপি চলবে এ কার্যক্রম বলে মেয়র জানান।

পোস্টটি শেয়ার করুন