

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৭ জন ও কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃস্পতিবার গোমস্তাপুর উপজেলা নির্বাচন কমিশন অফিসে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোতাওয়াক্কিল রহমানের নিকট প্রথমে আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস তার দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা।
এর পর বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তারিক আহমদ তার দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র জমাদেন।
বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন মতিউর রহমান খান।
এছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জোহনা ফেড্রিকসহ স্বতন্ত প্রার্থী হিসেবে ফারুক আহম্মেদ স্বপন, আশরাফুল হক, ডা: মফিজ উদ্দিন ও নুরে আলম সিদ্দীকি মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসার সিরাজুল ইসলাম জানান, এবারের পৌরসভা নির্বাচনে ২৭ হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন।
আগামী ৩ জানুয়ারী সোমবার মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী এবং ভোট গ্রহন হবে ৩০ জানুয়ারী।