

গোমস্তাপুর প্রতিনিধিঃ তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের যাচাই-বাছাই শেষে প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হয়েছে।প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি তে ২ জন করে বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে আসেনি।
এতে ৮ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। অন্যদিকে একজন মেয়র প্রার্থী ফারুক হোসেন (স্বপন) ও এক জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
রবিবার (১০জানুয়ারী) প্রার্থীতা প্রত্যাহারের শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম। তিনি বলেন, মেয়র ও কাউন্সিলর মিলে সর্বমোট ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৮ জনকেই বৈধ বলে ঘোষণা করা হয়েছিল। একজন মেয়র ফারুক হোসেন (স্বপন) ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ তাজামুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো জানান, রহনপুর পৌরসভা নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র তারিক আহমদ (বিএনপি), গোলাম রাব্বানী বিশ্বাস (আওয়ামী লীগ), ডা. জোহনা আক্তার ফ্রড্রিক (বাংলাদেশ কংগ্রেস), স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান খান (আ.লীগ বিদ্রোহী, আসরাফুল ইসলাম (বিএনপি বিদ্রোহী), ডা. মফিজ উদ্দিন (বিএনপি বিদ্রোহী),নূরে আলম সিদ্দিকী বিপ্লব (আ.লীগ বিদ্রোহী)।
সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১৭ জন, সাধারণ কাউন্সিলর ৪২জন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী সারাদেশে ৬৪টি পৌরসভার সাথে তৃতীয় ধাপে রহনপুর পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে।