

বিশেষ প্রতিনিধিঃ আগামী ৩০ জানুয়ারি রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান মতি।
রবিবার ২০ ডিসেম্বর বেলা ১১ টায় ধানমন্ডি ৩/এ তে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে এই ফরম উত্তোলন করেন।
এদিকে গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে মতিউর রহমান খান মতি র পক্ষে গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে মেয়র পদে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।
এসময় তার পক্ষে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আকতার আলী খান (কচি), হকার্স মার্কেট এর সভাপতি রমজান আলী, রহনপুর শিল্প ও বনিক সমিতির সহ-সভাপতি হাবিবুর রহমান হবি খান প্রমুখ।