

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন রহনপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস দলের একমাত্র মনোনীত প্রার্থী ডাঃ জোহনা খাতুন (ফ্রেডড্রীক) এর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রহনপুর কলেজ গেট থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই একই স্থানে এসে শেষ হয়।
এই শোডাউনে অংশগ্রহণ করেন বাংলাদেশ কংগ্রেস চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক বাদশা, জেলা সদস্য এনামুল হক টাইগার ,রহনপুর পৌর সভাপতি ডাঃ শুকুর উদ্দিন কালু, রহনপুর ৭নং ওয়ার্ড সহ-সভাপতি সাহেব আলী, উপজেলা সভাপতি আইয়ুব হোসেন শাহাব, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হাবিব, প্রমূখ।
পোস্টটি শেয়ার করুন