রহনপুর পৌর মেয়র পদপ্রার্থী মতি খানের গণসংযোগ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

গোমস্তাপুর প্রতিনিধিঃ আসন্ন চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকায় গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রহনপুর পুরাতন বাজার, রহনপুর কেন্দ্রীয় ঈদগাহ মোড়সহ ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে গনসংযোগ চলে।

প্রায় ছয় শতাধিক নেতাকর্মী নিয়ে রহনপুর পৌরসভা নিয়ে পরিকল্পনা সম্বলিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরন ও দোয়া প্রার্থনা করেন।

সকাল ৯ টায় রহনপুর স্লুইসগেট এলাকা থেকে গনসংযোগ শুরু করে রহনপুর পুরাতন বাজারে গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

গণসংযোগের সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোকবুল হোসেন ফন্টু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খাঁন কচি, শহিদুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মতিউর রহমান খান রহনপুর পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক, রহনপুর ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পোস্টটি শেয়ার করুন