রহনপুর রেলবন্দর দিয়ে চতুর্থ দফায় ডিএপি সার গেলো নেপালে

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ ও ভারত নেপালকে ট্রানজিট দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে নেপালে সার যাওয়া শুরু হয়েছে।বৃহস্পতিবার রাত ১১টি ২৫মিনিটে চতুর্থ দফায় ২ হাজার৫০১ মেট্রিক টন ডিএপি সারবাহী এক র‍্যাক (৪২ ওয়াগন) ভারতের বীরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখান থেকে তা সড়ক পথে নেপালে যাবে।

এর আগে গত ৩,৫ ও ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের রহনপুর-ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে সাড়ে ৭ হাজার মেট্রিক টন ডিএপি সার নেপালে যায়। মংলা বন্দর দিয়ে চীন থেকে আমদানি করা এ সার যশোরের নোয়াপাড়া স্টেশনে বোঝাই হয়ে ভারতের মধ্য দিয়ে নেপালে নিয়ে যাচ্ছে।বিষয়টি রহনপুর স্টেশন মাস্টার মির্জা কামরুল হক নিশ্চিত করেছেন।

রহনপুর শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা মোহা: মোখতার হোসেন জানান, রহনপুর রেলবন্দর দিয়ে মোট ২৯হাজার ৫০০ মেট্রিক টন ডিএপি সার যাবে নেপালে।

পোস্টটি শেয়ার করুন