রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের ঈদ পুনর্মিলনী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মে ৭, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টার আয়োজিত এ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল।

স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সাংসদ জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব ও বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমদ, সাবেক কাউন্সিলর রফিক খান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুউদ্দীন, রহনপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন