

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ভারত নেপালকে ট্রানজিট দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে নেপালে রফতানি হলো সার।
শনিবার রাতে তৃতীয় দফায় ২৫০১.০১ টন ডিএপি সারবাহী একটি র্যাক(২৪ওয়াগন) ভারত হয়ে নেপালের বীরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে ৩ ও ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের রহনপুর – ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে ২র্যাকে ৫০০২.২ মেট্রিক টন ইউরিয়া সার নেপালে সার গেছে। মোংলা বন্দর দিয়ে চীন থেকে এ সার আমদানি করেছে। তারা যশোরের নোয়াপাড়া স্টেশনে বোঝাই করে ভারত হয়ে নেপালে নিয়ে যাচ্ছে।
রহনপুর শুল্ক স্টেশন চাঁপাইনবাবগঞ্জ রাজস্ব কর্মকর্তা মোঃ মোখতার হোসেন জানান,এ রেলবন্দর দিয়ে তারা মোট ২৯হাজার ৫০০মেঃটন সার নিয়ে যাবে।
পোস্টটি শেয়ার করুন