গোমস্তাপুর প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রহনপুর বাজারস্থ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রাকাবের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক কামিল বুরহান ফিরদৌস।
প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন- গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, শাখা ব্যবস্থাপক আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ঠিকাদার শরিফুল আনসারী, ব্যাংকের গ্রাহক রফিক বিশ্বাস ও শাহ আলম সাগর, মৌচাষী মনিরুল ইসলাম, ছাত্র উদ্যোক্তা মেসবাহুল হক প্রমুখ।