রাজধানীর ধানমন্ডিতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন ডাঃ অর্ণা জামান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় বসবাসরত গরীব, অসহায়, নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

আজ শনিবার (৯ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডি ৬/এ মসজিদের সামনে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

ইফতার সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন; রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহবায়ক ইঞ্জিঃ হারুন অর রশিদ।

ইফতার বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় দেশটা আমাদের। এই দেশের প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব এবং সেই জায়গা থেকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনাকালীন সময়ে আমাদেরকে বিভিন্ন ধরনের উপহার-সামগ্রী পাঠিয়েছেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা করোনাকালীন সময়ে চাল, ডাল-আটা থেকে স্যানিটাইজার-মাস্ক সবকিছু তিনিই দিয়েছেন। সেইজন্য আমরা চেষ্টা করি ইফতার সামগ্রীগুলো যেন তার নামেই দিতে পারি।’

পোস্টটি শেয়ার করুন