রাজপথের সুতীব্র স্লোগানে স্লোগানে মিছিলের হার না মানা এক মুজিব সৈনিক কামরুল হাসান খোকন ভাই
ফারুক মন্ডল: ‘মুজিব হত্যার পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম ‘- হার না মানা সংকল্পের রণচিৎকারে – সুতীব্র স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলের এক মুজিব সেনা শ্রদ্ধেয় কামরুল হাসান খোকন ভাই।
জননেত্রী শেখ হাসিনা আপনার একমাত্র নিরাপদ ঠিকানা।
আসন্ন সম্মেলনে তাঁর যথাযথ মূল্যায়ন চাই।
হুসাইন মোহাম্মদ এরশাদের শেষ সময়ে যখন কতিপয় আদর্শ বিচ্যূত আওয়ামী লীগ নেতার নেতৃত্বে উত্তরেও ষড়যন্ত্রে লিপ্ত তখনও বজ্রের ন্যায় অপশক্তির সামনে দাঁড়িয়ে ছিলেন তৎকালীন ছাত্রনেতা কামরুল হাসান খোকন৷ যার প্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা ও শ্রদ্ধেয় প্রয়াত সৈয়দ সাজেদ চৌধুরীর উত্তরবঙ্গ তথা ঠাকুরগাঁও সফর।
৯১ সালে ঘাতক দালাল নির্মূল কমিটির সফল আয়োজক যা বিবিসি কতৃক প্রচারিত।
৯৬ সালে জনতার মঞ্চে সক্রিয় অংশগ্রহণ।
২১ শে আগস্ট গ্রেনেড হামালায় তৎকালীন জঙ্গি বিএনপি সরকার কতৃক পুলিশ হেফাজতে নির্মম নির্যাতনের শিকার।
১/১১ নেত্রী মুক্তি আন্দোলনের অন্যতম দিশারি। নেত্রী গ্রেফতার হওয়ার দিন আপার স্বহস্তে লেখা চিঠি শ্রদ্ধেয় প্রয়াত বেবি মওদুদ আপার কাছ থেকে সংগ্রহ করে তৎকালীন ছাত্রনেতা- কর্মীদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়া।
যিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল দপ্তর সম্পাদক। যিনি দায়িত্ব পালন করেছেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে।
__________
লেখক
ফারুক মন্ডল
সাবেক ছাত্রলীগ নেতা।