রাজশাহীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে যুবদল নেতা গুলিবিদ্ধ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

৬ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা এলাকায় সিটি কলেজে সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।

আহত যুবদল নেতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ যুবদল নেতার নাম আরিফুল ইসলাম জন (৪২)। তার পিতার নাম আশরাফুল আলম। জন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম সরকারে ভাতিজা।

বিএনপি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের জন্য নির্ধারিত ফাঁকা জায়গায় যুবদল নেতা আরিফুল ইসলাম জনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সে গুলিবিদ্ধ হয়। তাকে তাতক্ষণিক আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবদল নেতা জনে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জনের উপর হামলা হয়। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আধিপত্ত বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ১০টা ২৫ মিনিটে জনকে হাসপাতালে ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলিবৃদ্ধের মত দাগ রয়েছে। তিনি শঙ্কা মুক্ত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন