রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

ডেস্ক নিউজ: “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন৷

সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন শেষে রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরএমপি কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত এই সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহীর সংরক্ষিত আসনের সংসাদ আদিবা আনজুম মিতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন