রাজশাহীতে কারিগরি মাদ্রাসার উদ্বোধন করলেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে মাদ্রাসাটির উদ্বোধন করেন রাসিক মেয়র।
অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণ কাজও শেষ পর্যায়ে।
মুহম্মদপুর (টিকাপাড়া) মাদ্রাসার সভাপতি ইমতিয়াজ আহমেদ কিসলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আযিম আজব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন; মুহম্মদপুর (টিকাপাড়া) মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সঞ্জু, সহ-সভাপতি আশরাফ জামান আবু, কোষাধ্যক্ষ গোলাম মোস্তাফা মামুন, সদস্য আহসান হাবিব, এখলাস আহম্মেদ রনি, সমাজসেবক আলাল পারভেজ লুলু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহিদুল হক সোহেল।