রাজশাহীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ওই গৃহবধূর লাশ ফেলে রেখে চলে গেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত ওই গৃবধূর নাম কাকলি খাতুন (২৬)। তার স্বামীর নাম নাসির উদ্দিন। তিনি পব উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ৭ আগস্ট বুধবার সকাল আটটার দিকে পুলিশ খবর পায় কাকলি খাতুনকে পরিবারের লোকজন মারপিট করে মেরে বাড়ির সকলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পবা থানা পুলিশকে পরে অবহিত করে। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাকলির লাশ ঘরের খাটের উপর পড়ে থাকতে দেখে। পুলিশের ধারণা কাকলিকে শ্বাসরোধ করে মেরে বাড়ির সকলে পালিয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন