রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার শমশের মণ্ডলের মোড় এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১২ অক্টোবর বুধবার সকাল ১১ টায় নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচা ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
ওই গৃহবধূর নাম পাপিয়া খাতুন (২৬)। তিনি মতিহার থানার ধরমপুর এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে রুমন রেজার স্ত্রী।
পাপিয়ার পরিবার জানায়, দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক থেকে ২০১৫ সালে বিয়ে করেন রুমন-পাপিয়া। তাদের ঘরে নাভা নামে ৫ বছরের একটি মেয়ে ও ২ বছরের একটি ছেলে রয়েছে। বছরখানেক হলো তারা শমশের মণ্ডলের মোড়ে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন।
প্রতিবেশীরা বলছেন, বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে মনমালিন্য চলছিলো। পাপিয়ার থেকে আলাদা থাকতেন রুমন। সম্প্রতি রুমন তার স্ত্রীকে তালাকের নোটিশ পাঠান। সকালে পাপিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশিরা।
পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। চন্দ্রিমা থানার ওসি এমরান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।