নিজস্ব প্রতিবেদক: আবারো পুরোনো রুপে দেখা গেলো জামাত শিবিরকে। জামাত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে পুলিশের এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে পৌণে দুইটার দিকে নগরীর উপশহর মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি দড়িখরবোনা মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা চলাকালে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালে তাদের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে জামাত শিবিরের নেতাকর্মীরা। পরে স্থানীয় ও পুলিশের ধাওয়ায় পালিয়ে যায়।
এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম বলেন, ‘নিউমার্কেট এলাকা থেকে জামায়াত-শিবিরের একটি ছোট মিছিল বের হলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা ইটপাটকেল ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।’
উত্তরা থেকে সোমবার রাত ১টার দিকে ডিবি পুলিশ জামায়াতের আমির শফিকুরকে তুলে নিয়ে গেছে বলে দাবি করেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। পরে সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান নিশ্চিত করেন, তাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের পর জামায়াত আমিরের বিরুদ্ধে জঙ্গি মদত দেয়ার অভিযোগ এনে আদালতে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়। এর প্রতিবাদে জামাত শিবিরের মিছিল অনুষ্ঠিত হয়।