রাজশাহীতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে শহীদ জাতীয় নেতাদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে সাবেক ছাত্রলীগ নেতা ও নগর সেচ্ছাসেবক লীগের সদস্য মাহমুদ হাসান রাজিব ও বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় রাজশাহী সিটি কলেজ ছাত্রাবাসের সামনে ও বেলা ৩টায় জয় বাংলা চত্ত্বরে ছাত্রলীগ নেতাকর্মীদের অংশগ্রহণে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় নেতাদের স্মৃতিচারণ করে ডা: অর্ণা জামান বলেন, বাংলাদেশ স্বাধীন হতে অনেক কষ্ট হয়েছে। পৃথিবীর যেকোন দেশ যখন স্বাধীনতা চাই, সেই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসাটা অনেক কঠিন। এটা হয়তো আমাদের বাঙালির জন্য আরও কঠিন ছিল। কারণ আমাদের না ছিল পর্যাপ্ত পরিমাণ অস্ত্র, না ছিল পর্যাপ্ত পরিমাণ বহির্বিশ্বের সহযোগিতা, না ছিল কোনো আর্থিক সহযোগিতা, এগুলো কোন কিছুই ছিল না।

কিন্তু আমাদের একজন সাহসী বীর বাঙালি ছিলেন, একজন সর্বশ্রেষ্ঠ বাঙালি ছিলেন যার ডাকে সারা বাংলাদেশের সকল মানুষ একই ছায়াতলে এসে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিল। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি এসময় আরো বলেন, দুঃখের সাথে বলতে হয়, যে মানুষটি আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন সে মানুষটিকে বাংলাদেশের বাঙালিরাই ষড়যন্ত্র করে পাকিস্তানিদের সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্টে তাকে ও তার পরিবারের সকল সদস্যদের কে নির্মমভাবে হত্যা করে।

পরবর্তীতে একই সূত্র ধরে ১৯৭৫ সালের তেসরা নভেম্বর জেলখানা অভ্যন্তরে বিনা অপরাধে জাতীয় চার নেতাকে সেদিন গ্রেফতার করা হয় এবং নির্মমভাবে জেলের ভেতর হত্যা করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নগর সেচ্ছাসেবক লীগের সদস্য মাহমুদ হাসান রাজিব, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা: সিরাজুন মুবিন সবুজসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন