রাজশাহীতে টিটির হাতে মারধরের শিকার চাঁপাইনবাবগঞ্জের যাত্রী ; সোসাল মিডিয়ায় নিন্দার ঝড়

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

বিশেষ প্রতিনিধি: রাজশাহী রেলওয়ে স্টেশনে টিটির হাতে মারধরে শিকার হওয়া এক যাত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। মারধরের শিকার ভুক্তভোগী যাত্রী রুবেল (২৪) পেশায় একজন আনসার সদস্য। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলের খেসবা গ্রামে। ভুক্তভোগী যাত্রী রুবেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য হিসেবে কর্মরত আছেন।
ভিডিও তে দেখা যায় কোন কারণ ছাড়াই যাত্রী রুবেলকে মারধর করার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা কে নিয়েও বাজে মন্তব্য করে টিটি মেহেদী হাসান রাসেল।

চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক কপোত নবী ভিডিও শেয়ার দিলে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার ভিউ ও সাড়ে তিনশো জন শেয়ার করেছে। এছাড়াও অর্ধশতাধিক আইডি থেকে ভিডিও টি আপলোড করা হয়েছে। ভিডিওটা দেখার পর প্রত্যেকেই টিটির বিচার চেয়ে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

এছাড়াও মারধরের সময় জেলাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও নেতিবাচক কথাবার্তা বলায় তার বিভাগীয় শাস্তি চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতা আকতারুল ইসলাম বলেন, “চাঁপাইনবাবগঞ্জের যাত্রী কে টিসি কর্তৃক মারধর ও মারধরের সময় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তার বিভাগীয় শাস্তির দাবি করছি।”

মারধরের শিকার রুবেল জানান, মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে বেলা ১২ টা ১৫ মিনিটে পৌঁছায়। স্টেশনের প্লার্টফম থেকে বের হওয়ার সময় একজন নারী টিটি পুতুল তাকে টিকিট দেখাতে বলেন। এসময় রুবেল জানায়, আমার কাছে টিকিট আছে। তবে দুই হাতে চারটি ব্যাগের কারণে দেখাতে সমস্যা হচ্ছে। আমি টিকিট দেখাচ্ছি।
এসময় ওই নারী টিটি পুতুল সেখান থেকে চলে যান। পরে আসেন অন্য একজন (ছেলে) টিটি। টিটির নাম হচ্ছে মেহেদি হাসান রাসেল। তিনি এসে টিটিক দেখানোর কথা বলেন। টিকিট বের করার পরে আমার নামের বানানে ‘ইএল’ আছে। আর রেলওয়ের অনলাইন রেজিস্টেশনের সময় ভুল বসত নামের বানানে ‘এএল’ আছে। এনিয়ে আমাকে ধাক্কা দেয় টিটি। এর পরে এক রুমে নিয়ে গিয়ে মারধর করে। এসময় ওই নারী টিটি বলেন, ‘আপনাকে বেশি মারা হয়নি তো’।

মারধরকারী টিটির শাস্তি চেয়ে সাধারণ মানুষের ক্ষোভ

কথোপকথন এমন ছিল-

টিটি মেহেদী হাসান রাসেল: এই আইডি কার, এই আইডি কার?
রুবেল: আমার আইডি,
টিটি: চিল্লাসিস ক্যান। এই চিল্লাসিস ক্যান। এমন কথায় একটি থাপ্পর মারে রুবেলকে টিটি।
রুবেল: আমাকে মারলেন কেনো আপনি। আপনার উর্ধতন কর্মকর্তাকে ডাক দেন। আপনি আমাকে মারলেন কেনো? অপর এক ব্যক্তিতে বলে উনি আমাকে মারলেন।
রুবেল: আমার আইডি কার্ড সবই ঠিক আছে। আপনারা গায়ে হাত তুললেন কেনো বলেন।
টিটি: তুই অতো চিল্লালি কিসের জন্য। এই চিল্লালি কেন। এসময় দুইটি বকসিন মারে টিটি রুবেলকে। বার বার বলতে থাকে টিটি তুই চিল্লালি কিসের জন্য।
এসময় ওই টিটিকে অন্যরা মারধর করা থেকে আটকানোর চেষ্টা করে।

রুবেল: আমার স্টাফ আছে এখানে।
টিটি মেহেদী হাসান রাসেল: তোর বাপ থ্যাক। তোর চাকরি করি আমি। (গালি)… তোর বাপ থাকে এখানে, (গালি)… চাঁপাইয়া কোথায় কার। তোর চাঁপাইয়ের কোন বাপ আছে ডাক। তুই তোর স্বভাবের জন্য মার খাইছিস।চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে বাজে মন্তব্য করতে থাকে টিটি মেহেদী হাসান রাসেল।

খোঁজ নিয়ে জানা যায়, মারধর কারী টিসি(টিকেট কালেক্টর) মেহেদী হাসান রাসেল একই স্থানে দায়িত্ব পালন করা মহিলা টিকেট কালেক্টর রেহেনাজ পারভীন পুতুল পরস্পর স্বামী স্ত্রী।

দুজনে একসাথে দায়িত্ব পালন করার সময় পরকীয়ায় জড়ায়। ফলে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ জেনে দুজনকেই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বদলী করেন।
পরে আবারও একই স্থানে বদলি হয়ে আসে।

এবিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবদুল করিমের মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। তাই এই বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন