রাজশাহীতে ট্রাকের চাপায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

রাজশাজী প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার নওহাটার আমান কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার চান্দের আড়া এলাকার রঘুনাথের ছেলে রমেশ (৪০) ও একই উপজেলার মাদারীগঞ্জের লাউপাড়া এলাকার পরেশের ছেলে আলাল (৪৫)। রমেশ গরুর খামারি ও আলাল একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলের দুই আরোহী নওহাটার আমান কোল্ড স্টোরেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

পবা উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যানজট লেগে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল সরিয়ে রাস্তা যান চলাচলের উপযোগী করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন