রাজশাহীতে পবিত্র আশুরা উপলক্ষে শোক র‍্যালি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২

রাজশাহী প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে পবিত্র আশুরা।

এই উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) মঙ্গলবার সকাল ৯ টার দিকে নগরীর শিরইল কলোনী থেকে পবিত্র মহরম আশুরা উদ্যাপন কমিটি ১০ মহররম পবিত্র আশুরা মাওলা ইমাম হুসাইন (আ.) সহ ৭২ জন শহীদ স্মরণে শোকের স্মরণে র‍্যালি বের করে। র‍্যালিটি নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এছাড়াও বিশ্ববাংলা ফাউন্ডেশন ও বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশনের ব্যানারে শোক মিছিল,পথসভা, মোনাজাত ও চলচ্চিত্র প্রদর্শনী করে।
অপরদিকে সকালে নগরীর উপশহর ও নগরীর বিভিন্ন এলাকা থেকে একটি তাজিয়া মিছিল বের করার খবর পাওয়া গেছে।

দুপুরের পর সংগঠনগুলো মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন