রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পান ব্যবসায়ীদের ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় নগরীর শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে। এসময় একটি এ্যাম্বুলেন্স, অস্ত্র ও খোয়া যাওয়া ১৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
২১ আগস্ট রবিবার ভোর পাঁচটার দিকে নগরীর পোস্টাল একাডেমীর সামনে থেকে অ্যাম্বুলেন্সে করে ডাকাত সদস্যরা পান ব্যবসায়ীদের বহন করা, সিএনজি থামিয়ে অস্ত্র দেখিয়ে তাদের ওই টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা। পান ব্যবসায়ীরা ঢাকায় পান বিক্রি করে সিএনজি যোগে মোহনপুর ফেরার পথে এ ঘটনা ঘটে।
পান ব্যবসায়ীদের একজন মধ্যে ভুক্তভোগী নুরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।