

রাজশাহী প্রতিনিধিঃ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুঠিয়ায় বৃক্ষরোপণ করেছে রাজশাহী জেলা ও বানেশ্বর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ রবিবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হীল বারীর নেতৃত্বে বানেশ্বর সরকারি কলেজ মাঠে ও পুঠিয়ায় রাজশাহী -নাটোর মহাসড়কের আশেপাশে বিভিন্ন ফাঁকা জায়গায় বিভিন্ন ধরনের চারাগাছ রোপণ করা হয়।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ হীল বারী বলেন “ জাতির পিতার জন্মশতবর্ষ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ তিন মাসব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে তার অংশ হিসেবে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপন করছি। সামনে এ কর্মসূচি আরও বিভিন্ন জায়গায় পালন করা হবে। কারণ বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।”
বৃক্ষরোপণে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল রাব্বী, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম নয়ন,বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক কাওসার হোসেন, বানেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তার শেখ, রাজশাহী পলিটেকনিক ছাত্রলীগের দপ্তর সম্পাদক সোহাগ আদিফ, ১নং বানেশ্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুহাইমিনুল হিমেল,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী আবু তালেব,রুয়েট ছাত্রলীগের কর্মী রাবিবুর রহমান।
এছাড়াও জেলা,উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।