রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের


নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি আমার নেত্রী ডাঃ আনিকা ফারিহা জামান অর্নার পক্ষ থেকে বৃক্ষরোপন ও বিতরন কর্মসূচী পালন করেছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখা।
আজ বিকেলে রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা বৃক্ষরোপণ ও বিতরণ করেন।
বৃক্ষরোপণ ও বিতরণে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি তানভীর আহমেদ আবির, সাধারণ সম্পাদক নক্ষত্র দানিয়েল, প্রচার সম্পাদক সালাহউদ্দীন লোটাস, বোয়ালিয়া থানা (পশ্চিম) বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক মোঃ সাফিউল ইসলাম (সাফি), বঙ্গবন্ধু ছাত্র পরিষদ বোয়ালিয়া থানা (পূর্ব ) সাধারণ-সম্পাদক মোঃ সৌরভ শেখ বন্ধন, শাহ্ মখদুম থানার সভাপতি মেহেদী মিনহাজ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ইসলামি মেডিকেল কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম আরিফসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।