রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মে ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সহকারী হাইকমিশন, রাজশাহী ও পদ্মা সাধারণ পাঠাগার।

শুক্রবার বিকেলে তালাইমারি শহীদ মিনার মোড়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজশাহী (পুঠিয়া – দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডাঃ মনুসুর আহমেদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন