রাজশাহীতে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী মুক্তিযুদ্ধ মঞ্চের


নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রর্দশনী করা হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার নির্দেশনায় ২৮ আগস্ট সন্ধ্যার পর রাজশাহীর ১৪নং ওয়ার্ড ডাবতলার মোড়ে বড় পর্দায় বঙ্গবন্ধুর জীবনীর উপর বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিপু, মুক্তিযুদ্ধ মঞ্চ রাজশাহী মহানগর শাখার সভাপতি বাহারুল সাগর,সাধারণ সম্পাদক নাবিল হোসেন,সহ-সভাপতি হাসনাইন বিষ্ময়, মারুফ চঞ্চল, সাংগঠনিক সম্পাদক জয়,সাইমুন সহ স্হানীয় নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধ মঞ্চ রাজশাহী মহানগর শাখা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রামাণ্যচিত্র প্রদর্শনী করে যাচ্ছে।