রাজশাহীতে ‘বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চাম্পিয়নশীপ’ এর উদ্বোধন করলেন ডাঃ অর্ণা জামান
নিজস্ব প্রতিবেদক: ‘বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চাম্পিয়নশীপ-২০২১-২২’ এর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
শনিবার দুপুর ১২ টা রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধন করে অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়, খেলার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, রাজশাহী জেলা অতিরিক্ত সাধারণ সম্পাদক শামজুম্মান রতন, রাজশাহী জেলা ফুটবল রেফারির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক মো আরিফ হোসেন, বাফুফে প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।