

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড এর তিন সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটিতে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু কে আহবায়ক হিসাবে দ্বায়িত্ব দেয়া হয়।
শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সদ্য ঘোষিত কমিটিতে মোঃ খালিদ হোসেন সোহেল ও দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলনকে যুগ্ম আহ্বায়ক করা হয় ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড এর চেয়ারম্যান. উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা ও মহাসচিব প্রশাসন. মোঃ নাছির উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন প্রদান করে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেষ দেন কেন্দ্রীয় কমিটি।