রাজশাহীতে বাবার হাতে ছেলে খুন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক (রাজশাহী): রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

চারঘাট উপজেলার সদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামে বাসিন্দা বাবা আব্দুল কুদ্দুসের ও ছেলে জাহাঙ্গীর আলম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯ থেকে ১০ টার মধ্যে এই ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুসের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলে জাহাঙ্গীর আলম।

আব্দুল কুদ্দুস দ্বিতীয় পক্ষের ছেলে-মেয়েদের জমিজমা লিখে দিলে প্রথম পক্ষের ছেলের সাথে বিরোধ চলে আসছিলো বাবা কুদ্দুসের। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে পাট ক্ষেতের মধ্যে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে দ্বন্দ্ব হলে বাবার হাতে খুন হয় ছেলে।
তবে কি ধরনের অস্ত্র দিয়ে ছেলেকে আঘাতের ফলে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এই ঘটনায় বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে বলে চারঘাট থানার ওসি আব্দুল লতিফ জানান।

পোস্টটি শেয়ার করুন