

ডেস্ক নিউজঃ রাজশাহী পুঠিয়ায় র্যাব-৫ এর বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সিপিএসসি মোল্লা পাড়া ক্যাম্প।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ২৩ জুলাই সন্ধ্যা ০৬.৩০ টার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ০৭ নং ওয়ার্ডের অধ্যাপক মোঃ মোকসেদ আলীর ভবনের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে।এসময় মাদক ব্যবসায়ী সাইফুর রহমান (৪৯) ও সোয়াকুল বাবর তালুকদার সোহাগকে ১৭ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কার অাটক করা হয়।
অাসামী সাইফুর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ফুলমতি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও অপর অাসামী সোহাগ রংপুর বদরগঞ্জ ফয়েজপাড়ার বাসিন্দা।
উভয়ে মাদক কারবারিতে দীর্ঘদিন থেকে জড়িত বলে র্যাব জানায়।
পোস্টটি শেয়ার করুন