রাজশাহীতে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের পাশের একটি বাড়ি থে‌কে বাক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় গলিত লাশটি উদ্ধার করে। তার নাম আলফাজ উদ্দিন (৮০)। তিনি বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি শেখের চক ২২৬ নং হোল্ডিং নাম্বারের নিজ বাসার চারতলায় বসবাস করতেন।

নিহত আলফাজ উদ্দিন রাজশাহীর প্রয়াত সাংবাদিক মাহাতাব উদ্দিনের ভাই। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। মাঝে মধ্যে তার ছেলেরা এসে দেখে যেতেন। নিজেই রান্না করে খেতেন তিনি।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, বাড়ির ভেতর থেকে ছিটকানি লাগানো ছিল। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে এনে তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। লাশটি বাড়ির টয়লেটের দরজার পাশে পড়ে ছিল। পরে সেটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে আলফাজ মারা গিয়ে থাকতে পারে।

পোস্টটি শেয়ার করুন