রাজশাহীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩ দোকান ভষ্মীভূত, ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরের গ্রেটার রোডের বিলশিমলা এলাকা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বরেন্দ্র মার্কেটে অগ্নিকান্ডে ৩টি দোকান পড়ে গেছে।
৬ মার্চ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জনৈক দুলাল হোসেনের নুর গ্লাস থাই এ্যালুমিনিয়ামের গোডাউনে প্রথমে আগুন লাগে। আগুনে গোডাউনে থাকা বোর্ড, কাঠসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে। পরে তা পাশে থাকা জনৈক শফিকুল ইসলামের শফিক ফার্নিচার ও খাদেমুল ইসলাম মাসুমের রাজশাহী থাই এ্যালুমিনিয়ামের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জনৈক দুলাল হোসেনের নুর গ্লাস থাই এ্যালুমিনিয়াম এর গোডাউনে আগুন লাগে। এ পর্যায়ে জনৈক শফিকুল ইসলামের শফিক ফার্নিচার ও খাদেমুল ইসলাম মাসুম রাজশাহী থাই এ্যালুমিনিয়াম এ আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, স্থানীয় জনগন আগ্নিনির্বাপনে ব্যার্থ হলে রাত ১২টা ২০ মিনিটে ফায়ার সার্ভিষ ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌঁছে চেষ্টা করে আগুন নির্বাপন করেন। এরপর ২০মিনিট ড্যাম্পিং এর কাজ চলে।
তিনি আরো বলেন, অগ্নিকান্ডে দুলাল হোসেনের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়াও শফিকুল ইসলামের প্রায় দুই লাখ টাকার ও খাদেমুল ইসলামের প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
খাদেমুল ইসলাম মাসুম বলেন, রাতেই খবর পেয়ে দোকানে আসি। রাতে ক্ষয়ক্ষতির পরিমান বোঝা যায়নি। সকালে এসে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হয়। এতে তার পাঁচ লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে। বিশেষ করে থাই গ্লাস, সিলিং বোর্ড, হাওয়ার সামগ্রী, সিসি ক্যামেরা ও এসি পুড়ে গেছে।