

ট্রিবিউন ডেস্ক: হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক রাজশাহীর আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রাপ্ত বরাদ্দের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাজশাহী জেলা এবং মহানগরের জন্য মোট ১,৭২,০০০/- (এক লক্ষ বাহাত্তর হাজার) টাকা বরাদ্দের মাধ্যমে জেলা ও মহানগরের ৫৬ টি মন্দির/মন্ডপে চেক বিতরণ করা হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শ্রী তপন কুমার সেন সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বিশিষ্ট সমাজসেবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ -সভাপতি শাহিন আক্তার রেনী, রাজশাহী মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী পার্থ পাল চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন পূজা মন্দির ও মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।