

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজি হক এর পক্ষ থেকে সমাজের তৃতীয় লিঙ্গ হিজরাদের মাঝে ত্রান সহায়তা দেওয়া হয়।
আজ বুধবার সকালে রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়ে মানবিক বাংলাদেশ সোসাইটি রাজশাহী জেলা শাখার আহবায়ক খাদিজা আক্তার সুমির উদ্যোগে ২০০ হিজরার মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুজ্জামান শফিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হাসান তুহিন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি অনিক মাহমুদ বনি, মানবিক বাংলাদেশ সোসাইটির সদস্য খোরশেদ আলম জাহিদ হাসান, নাজমুল হক রনি, ইসাহাক আলী, মিলন আলী, সজীব আহমেদ, নাঈম হোসেন, আব্দুল হাকিম, রাকিবুল ইসলাম রকি, সিহাব শেখ, রাকিবুল ইসলামসহ নেতৃবৃন্দ।