রাজশাহীতে ষষ্ঠ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাসিক মেয়র

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন এই টুর্নামেন্টের আয়োজন ষষ্ঠ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার দুপুরে রাজশাহী কলেজ মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক চৌধুরী, মহাসচিব দীপ আজাদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।

অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক।

উল্লেখ্য, রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ছয়জন সিনিয়র সাংবাদিকের ছয়টি টিম এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে ৪৪ রানে ম্যাঙ্গ কিংকে হারিয়েছে বরেন্দ্র হান্ডার এবং অপর খেলায়পদ্মা ফাইটারস কে হারিয়েছে বরাল লায়ন। টুনামেন্টের স্পেন্সার লবঙ্গ চাইনিজ এন্ড ফাস্টফুট।

পোস্টটি শেয়ার করুন