রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম বিল্লা নামের একজন নিহত হয়েছেন। সে একটি প্রিন্টিং প্রেসের কর্মকর্তা বলে জানা গেছে। এছাড়া তুহিন নামের ১ জন গুরুতর আহত হয়েছে।

নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের সদরের মসজিদ পাড়ার বা আব্দুল খালেকের ছেলে। আহতর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায় নি।

জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত (শুক্রবার) ২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহা সড়কের কাশিয়াডাঙ্গা মোড়ে একটি ট্রাক ওভারটেক করার সময় মোস্তাকিমের মোটরসাইকেলকে পাশ থেকে চাপা দেয়। এ সময় মাথায়, ঘাড়ে ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয় মোস্তাকিম। পরে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর ৪ টার দিকে মোস্তাকিম মারা যায়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন নিহতের মামা রাসেল ।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান- মৃত্যুর খবরটি তারা পেয়েছেন। এবিষয়ে থানায় কোনো অভিযোগ হয় নাই। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন