রাজশাহীতে স্বর্ণের দোকানে চুরির সময় আটক ১

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে একটি স্বর্ণের দোকানে স্বর্ণের চেইন চুরি করার সময় দোকানদার ও স্থানীয় জনতা আটক করেছে এক স্বর্ন চোরকে।

১৩ জুন সন্ধায় রাজশাহী মহানগরীর বাটার মোড়স্থ শুভ জুয়েলার্সের দোকানে এই ঘটনা ঘটে।

আটককৃতের নাম নাজমুল (৩৮)। সে রাজশাহীতে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান আলীর ছেলে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর নাজমুলকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন থেকে সে কৌশলে বিভিন্ন জুয়েলার্সের দোকান থেকে স্বর্ণ চুরি করে থাকে। স্বর্ণ চুরি করায় তার পেশা।
বিভিন্ন থানায় তার নামে একাধিক স্বর্ণের চুরির মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এবিষয়ে রাতেই জুয়েলার্স দোকানের পক্ষ থেকে তার নামে চুরির মামলা দায়ের করা হয়।

পোস্টটি শেয়ার করুন