রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসক আহত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে নিজ কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক।

আহতরা হলেন, দুর্গাপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ইমরান হোসেন (মালিথা) ও ঊষা সরকার।আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ডাঃ ইমরান হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওটিতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বুধবার সিএনজি যোগে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। পথে তারা পালি বাজার পার হয়েই একটি মাছ বোঝাই ভটভটি গাড়ি সাথে মুখোমুখি সংঘর্ষের কবলে পড়েন। এসময় গুরুতর আহত হন দুই চিকিৎসক। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার আব্দুল্লাহ বলেন,ডাক্তার ইমরান হোসেনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারের চিকিৎসাধীন রয়েছেন। নিয়ন্ত্রনহীন এই অবৈধ শ্যালো মেশিন দিয়ে চালিত ভটভটি গাড়ির কারণে আজ এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হতে হয়েছে দুই উদীয়মান তরুন চিকিৎসকদের।

পোস্টটি শেয়ার করুন