রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা-সহ ৩ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হচ্ছে , কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর পশ্চিমপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে মো: ইকতিয়ার উদ্দিন (৩৯), রাজশাহী মহানগরীর কর্ণহার থানার স্বরমংলার ইয়ার মোহাম্মদের ছেলে মো: কামাল হোসেন (৫০) ও একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মো: পিয়াস (২৮)।
৬ আগস্ট রাজশাহী মহানগর পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ৫ আগষ্ট বিকেলে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি দল রাজশাহী মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে, কর্ণহার থানার স্বরমংলা গ্রামের মাদক ব্যবসায়ী পিয়াসের বাড়িতে অভিযান চালিয়ে মো: ইকতিয়ার উদ্দিন (৩৯), মো: কামাল হোসেন (৫০) ও মো: পিয়াস (২৮)কে ১০ কেজি গাঁজাসহ আটক করেন। এসময় একজন পলিয়ে যায়।
পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।