রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আইন অমান্য করে অবৈধভাবে ১১০টি ঘুঘু পাখি ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলী পদ্মা নদীর ঘাট এলাকা থেকে বাঘা থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে শিকারিদের হাত থেকে ঘুঘু পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান; দীর্ঘদিন থেকে পদ্মার চর এলাকায় অবৈধভাবে পাখি ধরে বিক্রি করতেন পলাশী ফতেপুর চরের সোহেল রানা (৩১)। আর পাখি ক্রয় করতেন পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল (৫৫)।
সোমবার দুপুরে শিমুলতলা পদ্মা নদীর ঘাটে ঘুঘু পাখি ক্রয়-বিক্রয় হচ্ছে মর্মে থানায় খবর আসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাপুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১০টি ঘুঘু পাখিসহ ক্রেতা বিক্রেতা দু,জনকে আটক করে।
পাখিগুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে এবং পাখি ক্রয়-বিক্রয়ের অভিযোগে আটককদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে