রাজশাহীতে ৬০০ শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিলো রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি


ট্রিবিউন ডেস্ক: রাজশাহী মহানগরীর প্রায় ছয়শো শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ ও সম্মাননা প্রদান করেছে রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি।
শনিবার বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে সংগঠনটি ৬০০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করে।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৩ নং পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর, ও বিশিষ্ট নারী উদ্দোক্তা পাপীয়া আক্তার সহ গন্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির আহবায়ক মামুন জামান।
অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর কলেজ গুলোর প্রায় ৬০০ শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি সাধারণ শিক্ষার্থীদের সবসময় সকল কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন- রুহুল ইংলিশ, ডেভিড ম্যাথ, ইশান কেমেস্ট্রি, সজল বাংলা, জামিল ফিজিক্স প্রাইভেট সেন্টার।