রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে মেয়র-এমপি ও উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০

করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনে মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশার সাথে সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৮টায় রাজশাহী সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল।

সভায় আরো অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জনাব জামিলুর রহমান, জেলা সিভিল সার্জন জনাব ডা. মোহা. এনামুল হক, জেলা পুলিশ সুপার জনাব মো. শহীদুল্লাহ, আরএমপির নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার জনাব মো. রাশিদুল হাসান প্রমুখ।
সভায় নাগরিকদের মাস্ক পরতে আরো বেশি উৎসাহিত করা, মার্কেট ও বাজার ব্যবস্থাপনা, কুরবানির পশুর হাটের ব্যবস্থাপনা, আগাম ও অনলাইনে পশু ক্রয়ে উৎসাহ প্রদানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন