রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবায় লক্ষিত সুফলভোগীদের মাঝে আয়বর্ধক হিসেবে ১৭টি বকনা গরু বিতরণ করা হয়েছে।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার পবা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এসব বকনা গরু বিতরণ করা হয়।
উপজেলার নওহাটা পৌরসভার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ডভিশন রাজশাহী সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম।অনুষ্ঠানে পরিচালনা করেন, পবা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার পলাশ বিশ্বাসসহএলাকার লক্ষিত সুফলভোগী ও বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে ১৭টি বকনা গরু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে মোট ১৬০ টি বকনা গরু বিতরণ করা হবে।