রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্থায়ী আবাসনের জন্য দুই লক্ষ টাকা প্রদান করলেন কর্নেল (অব) মনির
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্থায়ী আবাসন ক্রয় করার জন্য নগদ দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন সমিতির উপদেষ্টা কর্নেল (অবঃ) মো মনিরুল ইসলাম।
সম্প্রতি রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সভাকক্ষে রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহীতে বসবাসরত কয়েকটি সরকারি কলেজের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহীর স্থায়ী আবাসন ক্রয় করার জন্য অবসরপ্রাপ্ত কর্নেল মুনির দুই লক্ষ টাকা অনুদান প্রদান করে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যদে এর নিকট থেকে অনুদান প্রদানের রশিদ গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রফেসর মহা. হবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল হক, উপদেষ্টা প্রফেসর মেঘনাথ সাহা, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, কর্নেল (অবঃ) মো: মনিরুল ইসলাম সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।