রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মাঝে ডা: অর্ণা জামানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী প্রদান


ট্রিবিউন ডেস্ক: খেলাধুলার প্রতি সাধারণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্নার পক্ষ থেকে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত।
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেলে রাজশাহী কলেজ মাঠে মুসলিম হোস্টেলের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ক্রিকেট ব্যাট, বল ও ফুটবল প্রদান করা হয়।
রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত জানান; খেলাধুলার প্রতি সাধারণ শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্বি করার লক্ষ্যে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারুণ্যের অহংকার ডা: আনিকা ফারিহা জামান অর্ণা আপুর পক্ষ ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট ব্যাট, বল ও ফুটবল প্রদান করা হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকমুক্ত ছাত্রসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। রাজশাহী কলেজ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের খেলাধুলা ও যেকোনো স্বেচ্ছাসেবী কাজে পাশে থাকবে।