রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য তুহিনের মা’য়ের মৃত্যুতে রাবি ছাত্রলীগের শোক প্রকাশ
ট্রিবিউন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এসএম তৌহিদ আল হোসেন তুহিনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি র মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু গভীর প্রকাশ করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
উল্লেখ্য ; রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনের মাতা আজ সকাল ১০ টায় মৃত্যুবরণ করেন।